,

বাহুবলে শ্মশানের ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে যেকোনো সময় নামবে প্রশাসন

বাহুবল প্রতিনিধি ॥ মাত্র ১১ দিনের মধ্যেই বাহুবলের দ্বিগাম্বরে শ্মশানের রেকর্ড সংশোধন করে সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিস গতকাল মঙ্গলবার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এখন শ্মশানের ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে হিন্দু সম্প্রদায়ের কাছে বুঝয়ে দেবে উপজেলা প্রশাসন। উল্লেখ্য, বিষয়টি নিয়ে ঘনঘন বৈঠক করে বাহুবল উপজেলা, হবিগঞ্জ জেলা এবং সিলেট বিভাগীয় কমিশনারের অফিস। সংশ্লিষ্টরা  বলেছেন, প্রায় ১৮ বছরের বঞ্চনা আর ৩ বছরের দৌড়ঝাঁপের অবসান হলো মাত্র ১১ দিনে। বাহুবলের দিগাম্বর বাজার সংলগ্ন হাজী মাদাম ও রাজসুরত গ্রামের শ্মশানের রেকর্ড সংশোধন হয়েছে। এখন অপেক্ষা শুধু উচ্ছেদ অভিযানের। প্রশাসন আন্তরিক হলে কত দ্রুত কাজ করা সম্ভব তার নজির দেখালো জেলা প্রশাসন হবিগঞ্জ ও বাহুবল উপজেলা প্রশাসন। অথচ এর আগে সভার পর সভা, মানববন্ধন কত কিছুই না করতে হয়েছে ওই দু’টি গ্রামের অসহায় মানুষগুলোকে। জানতে চাইলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, শ্মশানভূমির রেকর্ড সংশোধন হয়েছে। এখন শ্মশানভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে। তবে ঈদ সামনে থাকায় উচ্ছেদ অভিযানে যেতে হয়ত কয়েকদিন সময় লাগবে। বাহুবলের সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, গত রোববার বিষয়টি নিয়ে সিলেটে বিভাগীয় কমিশনারে অফিসে জোনাল সেটেলমেন্ট অফিসারের বৈঠক হয়। সেই বৈঠকেই জোনাল সেটেলমেন্ট অফিসার রেকর্ড সংশোধনের ঘোষণা দেন। আজ সেই ঘোষণার বাস্তবায়ন হল।


     এই বিভাগের আরো খবর