,

এতো সমর্থন পৃথিবীর আর কোথাও দেখিনি -ঢাকায় ব্রাজিলের তিন সাংবাদিক

সময় ডেস্ক ॥ বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের ফুটবল উম্মাদনা দেখতে এসেছেন দেশটির তিন সাংবাদিক। তারা ঘুরে বেরিয়েছেন বিভিন্ন শহর-জেলা। আগামী ২৪শে জুন পর্যন্ত তারা আরও কয়েকটি এলাকা ঘুরবেন। সফরের মাঝপথে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। গতকাল বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে টিভি গ্লোবো’র ওই তিন সাংবাদিক বলেন, আমরা পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। কিন্তু ব্রাজিলের এতো বিপুল সমর্থন আর কোথাও দেখেননি। তারা বলেন, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্রাজিলের প্রতি মানুষের এতো সমর্থন আর উম্মাদনা দেখে মনেই হয়নি আমরা ভিন দেশে আছি। সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, বিশ্বকাপের পরপরই তার দেশের কিংবদন্তি ফুটবলার জিকো বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে ব্রাজিল কি সহযোগিতা দিতে পারে তা নিয়ে ওই সফরে আলোচনা হবে। ফুটবল ডিপ্লোমেসি এগিয়ে নিতে সুনির্দিষ্টভাবে ব্রাসিলিয়ার তরফে ঢাকাকে কোন সহযোগিতা প্রস্তাব দেয়া হয়েছে কি-না? জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, না, আমরা এখনও কোন প্রস্তাব দেয়নি। তবে এ নিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি। আমরা কিছু একটা করতে চাই। আগামী ২৩শে জুন সফররত গ্লোবো টিভির তিন সাংবাদিক ফুটবল ফেডারেশনের সঙ্গে দেখা করবেন বলেও জানানো হয়। এদিকে ব্রাজিল দূতাবাস জানিয়েছে, ২২শে জুন সফরে আসা তিন সাংবাদিক নারায়ণগঞ্জের আলোচিত ব্রাজিল বাড়ি পরিদর্শনে যাবেন। সেখানেই তারা ব্রাজিল-কোস্টারিকার খেলা উপভোগ করবেন।


     এই বিভাগের আরো খবর