,

সুইডেনকে হারিয়ে জার্মানির দুর্দান্ত জয়

সময় ডেস্ক ॥ সমতায় শেষ হতে যাচ্ছিল জার্মানি-সুইডেন ম্যাচটি। অতিরিক্ত সময় চলছে। এমন সময় ফ্রি কিক পায় জার্মানি। ফ্রি কিকের শটটি নেওয়ার থেকে মানসিক শক্তি বেশি দেখালো জার্মানরা। তারা ছেড়ে
দেওয়ার পাত্র নয় কিংবা স্নায়ু চাপ তাদের পেয়ে বসে না। সেটাই দেখালেন ফ্রি কিক নেওয়ার শটটি নেওয়ার সময়। প্রথমে রিউস বলে সামান্য একটু টাস দিলেন। আর ক্রুস নিলেন কোনাকুন দুর্দান্ত  ?শট। বল সুইডেনের জালে এবং জার্মানির জয়। অথচ ?জার্মানির জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। হারলেই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেবে জার্মানি। এমন এক ম্যাচে দারুণ শুরু করে জার্মানরা। কিন্তু প্রথমার্ধে গোল করে এগিয় যায় সুইডেন। আর জার্মানির দারুণ সব আক্রমণগুলো সুইডেনের রক্ষণ দেয়ালে লেগে ফিরে এসেছে। ম্যাচের ৩২ মিনিটের মাথায় গোল করে এগিয় যায় সুইডেন। আর ওই গোলেই ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ হয়। এরপর দ্বিতীয়াশট। র্ধের শুরুতেই গোল করে সমতায় ফেরে জার্মানি। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে সমতা সূচক গোলটি করেন রিউস। বল দখলের হিসেবে সুইডেন জার্মানির কাছেই ঘেঁষতে পারেনি। ম্যাচের ৭৫ ভাগ বল নিজেদের পায়ে নিয়ে খেলেছে জার্মানি। অথচ গোলের লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র দুটি। আর সুইডেন গোলের লক্ষ্যে শট নিয়েছে জার্মানির থেকে একটি (৩টি) বেশি। জার্মানি গোল করে এগিয়ে য্ওায়ার প্রথম সুযোগটি পায় ম্যাচের ৩ মিনিটে। কিন্তু তা থেকে এগিয়ে যেতে পারেনি তারা। ১২ মিনিটে দ্রুত জার্মানি রক্ষন ঢুকে যায় সুইডেন। কিন্তু গোল করতে পারেনি তারা। এরপর ৩২ মিনিটে পায় কাঙ্খিত গোল। ৩৯ মিনিটে সুইডেনের একটি আক্রমণ দু’বার ফিরে আসে। ম্যাচের ৪৫ মিনিটে সুইডেনের দারুণ একটি ফ্রি কিক আটকে দেন ন্যুয়ার। দ্বিতীয়ার্ধে ম্যাচের ফেরার আশায় জার্মানি ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ক্রুস-ড্রাক্সলাররা।


     এই বিভাগের আরো খবর