,

সিলেটের কৃতি সন্তান বেলাল মঞ্জুর বাংলা ছড়া ও সাহিত্যে একটি পরিচিত নাম

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেটের কৃতি সন্তান বেলাল মঞ্জুর বাংলা ছড়া ও সাহিত্যে একটি পরিচিত নাম। তার জন্ম ১৯৮৩ সালের ১৮ই জানুয়ারি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার দেবেরগাঁও গ্রামে। সে আব্দুল মোছাব্বির ও সুফিয়া খাতুনের পুত্র। যুক্তরাজ্য প্রবাসী হয়েও তিনি লিখে চলছেন অবিরাম।
পত্র-পত্রিকা, বিভিন্ন লিটল ম্যাগ ছাড়াও অনলাইনে সক্রিয় রয়েছেন সময়ের এই তুখোড় ছড়াকার। ২০১৮ সালের বই মেলায় বেলাল মঞ্জুর ছড়াগ্রন্ত “মা” এবং “ঢিসুম ঢিসুম ভিসুম ভিসুম” ছাড়াও বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রকাশিত যৌথ গ্রন্তে রয়েছে তার সক্রিয় অংশগ্রহন। বেলাল মঞ্জুর দেশে পড়াশুনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডনস্থ হোয়াইটচ্যাপেল কলেজ ও ইউপি ভিসি থেকে হেইচএনডি ইন বিজন্যাস নিয়ে পড়াশোনা করেন। বর্তমানে যুক্তরাজ্যের ব্রাইটন শহরে বসবাস করছেন। তার প্রিয় শখ দাবা খেলা, লেখালেখি এবং দর্শনীয় স্থান পরিদর্শন। বাংলা ছড়াকার ও সাহিত্যিক বেলাল মঞ্জুর এখন থেকে নিয়মিত জাতীয় পত্রিকাসহ সিলেটের বিভিন্ন স্থানীয় পত্র পত্রিকায় ছড়া ও কবিতা লিখবেন।


     এই বিভাগের আরো খবর