,

ব্যাংকের প্রধান নির্বাহীদের বৈঠক সব ঋণের সুদহার ৯ শতাংশ হবে না

সময় ডেস্ক ॥ ঋণের সুদহার সিঙ্গেল ডিজিট বা ৯ শতাংশে নামিয়ে আনার ঘোষণা কার্যকরে সম্মত হয়েছেন বেসরকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। তবে ১ জুলাই থেকে সব ঋণের সুদহার ৯ শতাংশ হবে না। প্রথম পর্যায়ে শুধু শিল্প ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামানো হবে। পর্যায়ক্রমে অন্য ক্ষেত্রেও সুদহার কমানো হবে। তবে ক্রেডিট কার্ড বা অন্য ভোক্তা ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনার সম্ভাবনা কম। আবার শুধু তিন মাস নয়, সব আমানতের ক্ষেত্রে সুদহার হবে সর্বোচ্চ ৬ শতাংশ। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এমটিবি টাওয়ারে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। বৈঠকে এবিবির সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খানসহ বেশিরভাগ ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে সৈয়দ মাহবুবুর রহমান সমকালকে বলেন, আগামী ১ জুলাই থেকে সিঙ্গেল ডিজিটে ঋণ বিতরণ এবং ছয় শতাংশ সুদে আমানত নেওয়ার বিষয়টি কার্যকর করার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এটা সিদ্ধান্ত গ্রহণের কোনো বৈঠক নয়। এটা ছিল গত সোমবার এবিবি প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকের একটা ফলোআপ। সুদহার কার্যকরের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি আমানত পাওয়া এবং রাষ্ট্রীয় ব্যাংকের আমানত বেসরকারি ব্যাংকে রাখার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে আগের বৈঠকে আলোচনা হয়েছিল। গত ২০ জুন এক বৈঠক থেকে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দেয় বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ এবং ছয় শতাংশ সুদে তিন মাস মেয়াদি আমানত নেওয়া হবে। তবে সব ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামবে কি-না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।


     এই বিভাগের আরো খবর