,

হবিগঞ্জ জেলা রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোভারিং এর শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় হবিগঞ্জ মুক্ত স্কাউট ভবন প্রাঙ্গণে রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার স্কাউটদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা কমিশনার মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সম্পাদক এড. মোহাম্মদ আবদুল কাইয়ুম, রোভার স্কাউট লিডার ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বৃন্দাবন সরকারি কলেজে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুল হাকিম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু আহমেদ আহসান কবির, জেলা রোভারের সহকারী কমিশনার প্রভাষক আ.ব.ম ফখরুদ্দিন খান পারভেজ, গার্ল ইন রোভার স্কাউট লিডার ইসমত আরা বেগম, রোভার স্কাউট ও গার্ল ইন রোভারবৃন্দ। তিনি সকলকে নিয়ে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোতাহার হোসেন। এ সময় তিনি কলেজের রোভার স্কাউট লিডার শাহজাহান, জুনিয়র ইন্সট্রাকটর মোঃ সালাউদ্দিন, মোঃ মকসুদ আলম, রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটদের নিয়ে কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটরা শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করেন। রোভারিং এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিপুল সংখ্যক রোভার স্কাউট, গার্ল ইন রোভার স্কাউট ও রোভার স্কাউট লিডার অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর