,

আর্জেন্টিনার হার টিভি ছুড়ে রাস্তায়!

সময় ডেস্ক ॥ ফুটবলটা অনেকের কাছেই আবেগের অন্য নাম। প্রিয় দলের জয়ের জন্য যেমন গলা ফাটাতে দ্বিধা করেন না সমর্থকরা। বিপরীতে দলের হারে নিদারুণ কষ্টও পান তারা। নিজ দেশের হারে রাগে ক্ষোভে ঘরের টেলিভিশন রাস্তায় ছুড়ে মেরেছেন এক আর্জেন্টাইন সমর্থক। দ্য সান জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের জয় যখন নিশ্চিত ঠিক তখনই অপমানে দোতলা হতে টেলিভিশন ছুড়ে মারেন আর্জেন্টিনার এক সমর্থক। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনায়। এই ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ফ্রান্স। এমবাপ্পে করেছেন জোড়া গোল। ১১তম মিনিটে গ্রিজম্যানের করা গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৪১ মিনিটে ডি মারিয়ার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল করে আলবিসেলেস্তারা। ৪৮ মিনিটে ডি বক্সের বাইরে শট নেন মেসি। মার্কাদোর পায়ে লেগে বল জড়িয়ে যায় ফ্রান্সের জালে। ৫৭ মিনিটে দুর্দান্ত ভলিতে ফ্রান্সকে সমতায় ফেরান পাভার্ড। এরপর ৬৪ ও ৬৮ মিনিটে অসাধারণ দুটি গোল করে ফ্রান্সকে জেতান মিনিটে এমবাপ্পে। অতিরিক্ত সময়ের দুই মিনিটের মাথায় হেড থেকে আর্জেন্টিনার হয়ে তৃতীয় এবং সান্তনাসূচক গোলটি করেন আগুয়েরো। এর ফলে ৪-৩ গোলের হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। গত আসরের মতো এবারো শূন্য হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিলেন মেসি।


     এই বিভাগের আরো খবর