,

কোটা সংস্কার আন্দোলনকারীদের আইনি সহায়তা দিতে চান সুপ্রিম কোর্টের ২০ আইনজীবী

সময় ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনায় তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের ২০ আইনজীবী। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আইনজীবীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন, নির্যাতনের স্বীকার হয়েছেন কিংবা যারা গ্রেপ্তার আতঙ্কে আছেন তারা চাইলে আইনি সহযোগিতা দেয়া হবে। আন্দোলনকারীদের মধ্যে হয়রানির শিকার হওয়া শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে তারা আইনি সহযোগিতা করবেন। প্রয়োজনে বিচারিক আদালতে গিয়েও সহযোগিতা করা হবে বলে আইনজীবীরা জানান। আইনি সহায়তার ঘোষণা দেয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন হাসনাত কাইয়ুম, জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্ন্নাহার সিদ্দিকা, অনীক আর হক, ড. কাজী জাহেদ ইকবাল, শাহরিয়ার শাকির, আনোয়ার রেজা, হুমায়ুন কবির, হাসান আরিফ চৌধুরী, পারভেজ হাশেম, উৎপল বিশ্বাস, আবেদা গুলরুখ, নাসিম আহমেদ, আরিফুল হক, দিগি¦জয় চন্দ প্রমুখ। সংবাদ সম্মেলনে আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে, তাদের গ্রেপ্তার ও মামলা দেয়া হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, যদি তাদের কেউ আমাদের কাছে আইনি সহায়তার জন্য আসে তাহলে আমরা তাদের আইনি সহায়তা দেবো। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ন্যায্য কি অন্যায্য সেটি বিষয় নয়। কিন্তু তাদের ওপর যেভাবে হামলা করা হলো তাতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। মেয়েদের ওপরও হামলা করা হয়েছে এটি ন্যক্কারজনক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে। তাদেরও উচিত ছিল হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের যারা গ্রেপ্তার হয়েছেন, কিংবা হয়রানির স্বীকার হয়েছেন আইনি সহায়তা পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। আমরা তাদের আইনি সহায়তা দিতে চাই।


     এই বিভাগের আরো খবর