,

অন্ধকার থেকে আজ গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত -সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপি

চুনারুঘাট প্রতিনিধি ॥ মহান জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপি বলেছেন, হাজার বছরের অন্ধকার থেকে আজ গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। গত শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত ইসলামপুর গ্রামে ৯৫টি পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধনী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানু মিয়ার পরিচালনায় ও ইউপি সদস্য মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চুনারুঘাট আঞ্চলিক শাাখার ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী শওকাতুল আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মহালদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মনিক সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাাদক মর্তুজ আলী সরদার, কমিশনার আঃ হান্নান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আঃ মালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক খন্দকার কবির, পৌর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম লুবন, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি নাানু মিয়া, রাণীগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এমরান, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার,  রাণীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিমন ও সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সুবেল মিয়া, জাহাঙ্গীর তরফদার, সাইদুর আলমগীর।


     এই বিভাগের আরো খবর