,

মাধবপুরে লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ জনগের কাজে আসছে না

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দক্ষিন অঞ্চলের কাসিমনগর ও হরষপুর বাজারের মধ্যেবর্তী স্থানে একটি চড়ার উপর এভাবেই উঠের মত দাড়িয়ে আছে একটি ব্রীজ। কয়েক বছর আগে কয়েক লক্ষ টাকা ব্যয়ে এলাবাসীর হাজারো মানুষের যোগাযোগের জন্য ব্রীজটি নির্মাণ করলেও এটি কাজে আসছেনা। পরিত্যক্ত এ ব্রীজ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ব্রীজের গোড়ার মাটি ফেলে ইচ্ছে করলেই ব্রীজটি চালু করা যায়। দীর্ঘদিন এভাবে পড়ে থাকলেও এটি দেখার কেউ নেই। এ ব্যাপারে মাধবপুর উপজেলা প্রকৌশলী তানজিল উল্লাহ সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্রীজটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস করেছে তারা দেখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খোঁজ নিয়ে সমাধানের উদ্যোগ নেয়া হবে। এলাকার বাসিন্দা আল-মাসুদ লোকমান জানান ব্রীজটি সংস্কার করে চালু করা হলে শতশত মানুষ প্রতিদিন এ ব্রীজ দিয়ে পাড়াপার হতে পারবে। এতে জনদুর্ভোগ লাগব হবে।


     এই বিভাগের আরো খবর