,

নবীগঞ্জে সরকারী রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ভুমির রাস্তা নিয়ে আদালতে মামলা থাকার পর ক্ষমতার বাহাদুরি দেখাতে প্রকাশ্যে গাছ কেটে সাবাড় করেছে একদলভুক্ত লোক। গাছ কাটা বন্ধ করতে নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ গিয়ে তাহা বন্ধ করেছে। ঘটনাটি ঘটেছে ওই উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে। সুত্রে প্রকাশ
ওই গ্রামের মৃত হিরণ আলীর পুত্র জামাল মিয়ার সাথে একই গ্রামের ছাবু লন্ডনীর পুত্র ফারুক মিয়ার বাড়ি-ঘর ও সরকারী রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলে আসছে। বর্তমানে মামলাটি সরকার বাদী। এদিকে গত রোববার সকালে জোরপুর্বক রাস্তা দখল ও তার পাশে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে জামাল মিয়ার লোকজন। কিন্তু কোন মুহুর্তেই সরকারী জায়গা থেকে গাছ কাটার ঘটনাটি মেনে নিতে পারেননি লন্ডন প্রবাসী আশরাফ উদ্দিন জালাল। গাছ কাটা প্রতিরোধ করতে জালাল মিয়ার আমুক্তা গোনাপাড়া গ্রামের মৃত ছালিক মিয়ার পুত্র লিলু মিয়ার মারফতে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে দুপুরে থানার এস.আই খবির উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানার আসতে বলেন। অভিযোগকারী লিলু মিয়া জানান, পুলিশ যাবার পরই আরো গাছ কাটা হয়েছে। পরে গাছগুলো বিক্রি করা হয়েছে। গাছের মুল্যে প্রায় ২ লক্ষ টাকা। এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ থানার এসআই খবির উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বলেছেন থানার তাদের বৈধ কাগজ নিয়ে আসার জন্য।


     এই বিভাগের আরো খবর