,

চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

চুনারুঘাট প্রতিনিধি ॥ পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে চুনারুঘাট উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। গতকাল ১১ জুলাই বুধবার সকালে চুনারুঘাট পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মা-মনির পরিচালক শামিম আহমদ ও ফেরদৌস আহমেদের উপস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদাউস তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া খাতুন, আহম্মদাবাদ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনার পরির্দশক মোঃ জুলহাস আহমেদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসার খলিলুর রহমান, কামরুল ইসলাম, ফাতেমা বেগম, আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনায় মা ও শিশু বিষয়ক কর্মকান্ডে সহযোগিতা করে বিশেষ অবদান রাখায় আহম্মদাবাদ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ও ডাক্তার মুসলিম উদ্দিনসহ ৭ জনকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর