,

হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন মেয়র জি.কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের ষ্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র। তিনি বলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অতীতেও হবিগঞ্জ পৌরসভায় সফলতার সাথে পালিত হয়েছে। অতীতের ধারাবাহিকতায় এবারও গুরুত্বের সাথে ক্যাম্পেইনকে সফল করতে সকলে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। মেয়র শিশুদের স্বাস্থ্য রক্ষা ও রোগ নির্মুলে সরকারী স্বাস্থ্য কর্মসূচীতে অংশগ্রহনে সচেতনতা সৃষ্টির জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। সভায় আরো বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর শেখ নূর হোসেন, ষ্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। সভা উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে হবিগঞ্জ পৌরসভার ৩৯ টি কেন্দ্রে ৬ মাস হতে ৫ বছরের ৮ হাজার ৪ শ ৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।


     এই বিভাগের আরো খবর