,

আইল্যান্ডে সাদা রং না দেওয়ার ফলে হবিগঞ্জে টমটম ও সিএনজি উল্টে দূর্ঘটনার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে আইল্যান্ডে সাদা রং না দেওয়ার ফলে টমটম ও সিএনজি উল্টে দূর্ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল সড়ক ও জনপদ
বিভাগ শহরের ২নং পুল ও সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নতুন আইল্যান্ড দেয়া হয়েছে। কিন্তু এতে সাদা রং দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। ফলে অন্ধকারে টমটম ও সিএনজি চালকরা সিএনজি উল্টে ফেলে। গতকাল সোমবার রাত ৮টার সময় যাত্রীবাহি একটি টমটম সার্কিট আইল্যান্ডে উল্টে যায়। এছাড়াও একটি সিএনজি অটোরিক্সা ২নং পুল এলাকায় উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মচারী সফিউল আলম (৪৫), ইব্রাহিম মিয়া (৩), অহনা আক্তার (১), রোমা আক্তার (২৫) ও রবিউল আলম (১২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টমটম চালক সুজন মিয়া জানান, অন্ধকারে আইল্যান্ড দেখা যায় না। সাদা রং না দিলে এরকম আরও দূর্ঘটনা ঘটতে পারে।


     এই বিভাগের আরো খবর