,

বাহুবলে গরু মোটাতাজাকরণ ও ঘাস চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গরু মোটাতাজাকরণ ও ঘাস চাষ বিষয়ে ৩৫ জন খামারীদের নিয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠুর পরিচালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ শফিউল আলম। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূঞা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ আজিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ও উপজেলা পরিষদের আয়োজনে বাহুবল উপজেলার ৩৫ জন খামারীদের নিয়ে ৩ দিন ব্যাপি গরু মোটাতাজাকরণ ও ঘাস চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর