,

সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে ইসিকে সরে দাড়ানোর আহবান সুপ্রিম কোর্ট বারের

সময় ডেস্ক ॥ রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে (ইসি) পদত্যাগের আহবান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান সমিতির নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, বিগত খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। তিন সিটিতেও এখন পর্যন্ত লেবেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তিন সিটিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এড. জয়নুল আবেদীন বলেন, এর আগে খুলনা ও গাজীপুর এই দুই সিটিতে নির্বাচন হয়েছে। কিভাবে সেই নির্বাচনে কারচুপি হয়েছে তা দেখেছি। কিন্তু ইসি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটি লজ্জাজনক। তিনি বলেন, আমরা ভেবেছিলাম তিন সিটিতে (রাজশাহী, সিলেট ও বরিশাল) লেবেল প্লেইং ফিল্ড তৈরি হবে। কিন্তু তা হয়নি। এখন এই তিন সিটিতে কিভাবে ভোট দেবে এ নিয়ে ভোটাররা চিন্তায় রয়েছে। জয়নুল আবেদীন বলেন, নির্বাচনকে সামনে রেখে বিরোধী সমর্থক নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দেয়া হচ্ছে। তল্লাশি করা হচ্ছে। তাদের গ্রেফতার ও মামলা দেয়া হচ্ছে। রাজশাহীতে বেশকয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। সিলেটে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। সেখানে ভোটাররা ভোট দিতে পারবেন কি না এ নিয়ে আতঙ্কে রয়েছেন। বরিশালে বিরোধী সমর্থক অনেক নেতাকর্মীর বাড়িতে রাতের বেলায় হানা দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জনমনে সংশয় রয়েছে। আর এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, আপনারা যদি সুষ্ঠু নির্বাচন না করতে পারেন, তাহলে তিন সিটি নির্বাচনের আগেই পদত্যাগ করুন। না হলে দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে। দেশের আইনজীবী সমাজও আন্দোলনে নামবে। সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচন কমিশন খুলনা সিটির পর গাজীপুর সিটি নির্বাচনে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তিন সিটিতে বিরোধী সমর্থক নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। মামলা দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারের পক্ষে কাজ করছে। সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে ইসিকে পদত্যাগ করতে হবে।


     এই বিভাগের আরো খবর