,

পশ্চিমবঙ্গের নাম বাংলা

সময় ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের নাম বাংলা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত একটি গৃহীত হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই রাজ্যের নাম হবে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন, একটা ভাষাতেই রাজ্যের নাম করতে হবে। সেই কারণে আমরা একটা নাম করেছি। ভাষা অনুযায়ী বাংলা নাম রাখছি। জানা গেছে, এবার এই প্রস্তাব অনুমোদনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে। এর পরে তা আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। গত ২০১৬ সালের ২৯শে আগস্টও রাজ্য বিধানসভায় রাজ্যের নাম বাংলায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল ও হিন্দিতে বঙ্গাল করার প্রস্তাব গৃহীত হয়। সেই সময়ই কংগ্রেস এবং সিপিআইএমের পক্ষ থেকে তিনটি নামে প্রবল আপত্তি জানানো হয়েছিল। কিন্তু সেদিন রাজ্য সরকার না মানলেও আজ কেন্দ্রের আপত্তিতে তা মানতে বাধ্য হয়েছে বলে জানান বিরোধী নেতারা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য ১৯৯৯ সালে বামফ্রন্ট সরকারের আমলে প্রথম প্রস্তাব গৃহীত হয়েছিল। সেবার বাংলা নামটি প্রস্তাব আকারে গৃহীতও হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ আর এগোয় নি। তবে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেই নাম পরিবর্তনে উদ্যোগী হয়। ওই বছরই রাজ্যের নাম ইংরেজিতে ও বাংলায় পশ্চিমবঙ্গ করার প্রস্তাব রাজ্য বিধানসভায় গৃহীত হয়। সেই প্রস্তাবে কেন্দ্রীয সরকার কোনো সাড়া না দেয়ায় ২০১৬ সালে ফের রাজ্য বিধান সভায় রাজ্যের নাম বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে’বেঙ্গল’ ও হিন্দিতে ‘বঙ্গাল’ করার প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনটি নামে অনুমোদন দেয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তিন ভাষায় তিন নামে আপত্তি জানায়। এরপরেই সব ভাষাতেই বাংলা নামে একমত হয় রাজ্য সরকার। ভারতীয় জনতা পার্টি অবশ্য রাজ্যের নাম পরিবর্তনে বিরোধিতা করেছে। ইতিপূর্বেও বিজেপি নাম পরিবর্তনের বিরোধিতা করে রাজ্যের মানুষের সই সংগ্রহ করেছিল। অবশ্য অনেকেই জানিয়েছেন বাংলা নামের সঙ্গে প্রতিবেশী  বাংলা নামের বিভ্রান্তি তৈরির যথেষ্ট সুযোগ থাকবে।


     এই বিভাগের আরো খবর