,

শ্রীমঙ্গলে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেই কারাগারে

সময় ডেস্ক ॥ শ্রীমঙ্গলে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে উল্টো নিজেই মাদক মামলায় ফেঁসে কারাগারে গেছেন। শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের কাছে মোবাইল ফোনে দেয়া ব্যবসায়ী সুমনের তথ্য অনুযায়ী উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের মুদি ব্যবসায়ী মো. লোকমান হোসেনকে বৃহস্পতিবার রাত ১০ টায় তার দোকানে শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম গিয়ে ইয়াবা ট্যাবলেট পান এবং তাকে আটক করেন। লোকমান ইয়াবা ব্যবসায় জড়িত নয়- স্থানীয় এলাকাবাসীর এমন দাবির প্রেক্ষিতে বিষয়টির তদন্তের পর ব্যবসায়ী লোকমান হোসেনকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে প্রমাণ হয়। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা এসআই রফিকুল ইসলাম বলেন দুর্গানগর গ্রামের বাসিন্দা মুদি ব্যবসায়ী লোকমান মিয়া (৫২) ও হোটেল ব্যবসায়ী সুমন মিয়া (২৮) তাদের মধ্যে বাড়ির জমিজমা নিয়ে আদালতে সফি মামলা চলছে। এই দ্বন্দ্ব থাকার সুবাদে সুমন মিয়া ষড়যন্ত্র করে লোকমানের দোকানের পানবিক্রির জন্য রাখা আপেলের কার্টনের খাঁচিতে ঢুকিয়ে একটি প্যাকেটে ১৫টি ইয়াবা দিয়ে তাকে ফাঁসাতে চেয়েছিল। সুমনের ইনফরমেশন পেয়ে বাজারে ওই দোকানে গিয়ে প্রথমেই মনে হয়েছে সামথিং রং, সাজানো। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মাথায় টুপি আছে, দাড়ি আছে। সে এ বাজারের প্রথম ব্যবসায়ী। মনে হচ্ছিল তাকে ফাঁসাতেই পুলিশকে এই ইনফরমশেন দেয়া হয়েছে। পরে ষড়যন্ত্রকারী সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদে সে নিজেই স্বীকার করেছে লোকমান মিয়াকে ফাঁসাতেই সে ইয়াবা রেখেছিল। এ ঘটনায় সুমনকে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। সুমন দুর্গানগর গ্রামের আতারুজ্জামানের ছেলে।


     এই বিভাগের আরো খবর