,

সিলেটে সিটি নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

সময় ডেস্ক ॥ সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে সিটি করপোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে অন্যান্য যানবাহন চলাচলে। একই সময় থেকে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ভোট গ্রহণের পরদিন ৩১ জুলাই পর্যন্তএসব নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশে সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) শুক্রবার এক গণবিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। যারা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন তাদের শুক্রবার মধ্যরাতের আগেই নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এ ছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন যানবাহনের মধ্যে রয়েছে ট্যাপিক্যাব, বেবিট্যাপি, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, বাস, ট্রাক, টেম্পো, নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক এবং যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন। তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, নির্বাচনী এজেন্ট এবং জরুরি কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি প্রতিষ্ঠানের যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের দেওয়া স্টিকার ব্যবহার করতেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর