,

আফ্রিদির ছক্কার রেকর্ড ভাঙার পথে গেইল

সময় ডেস্ক ॥ বয়স এখন ৩৮। কিন্তু ব্যাট হাতে এখনও সমান ভয়ংকর ক্রিস গেইল। এই ক্যারিবীয় দানবের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। পাকিস্তানি ক্রিকেট গ্রেট শাহিদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে তিনি  আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড?লেন। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের বিপক্ষে সদ্য সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে গেইল পাঁচ ছক্কা মেরে স্পর্শ করেন আফ্রিদিকে। দুজনেরই ছক্কার সংখ্যা ৪৭৬। ৪৭৬ ছক্কা মারতে গেইল নিয়েছেন ৪৪৩ ম্যাচ। আফ্রিদির সেখানে লেগেছে ৫২৪ ম্যাচ। সেই হিসেবে গেইল ৮১ ম্যাচ কম খেলেছেন। তবে আফ্রিদির থেকে পাঁচটি ইনিংস বেশি খেলেছেন। ৩৮ বছর বয়সী বাঁ-হাতি বিস্ফোরক ব্যাটসম্যান এর পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন। ফলে, আফ্রিদিকে টপকে যাওয়ার সোনার সুযোগ রয়েছে তাঁর সামনে। পরিসংখ্যান জানাচ্ছে, আফ্রিদির ৪৭৬ ছক্কার মধ্যে ৩৫১ এসেছে ওয়ানডে ক্রিকেটে। টি-টোয়েন্টিতে এসেছে ৭৩টি, টেস্টে এসেছে ৫২টি। অন্যদিকে, গেইলের একদিনের ক্রিকেটে রয়েছে ২৭৫ ছক্কা, টি-টোয়েন্টিতে রয়েছে ১০৩ ছক্কা আর টেস্টে রয়েছে ৯৮ ছক্কা। বাংলাদেশের বিপক্ষে এই ইনিংসে ৬৬ বলে গেইল করলেন ৭৩। পাঁচ ছক্কা ছাড?াও মারলেন ৬টি বাউন্ডারি। তবে তা কাজে এল না। বাংলাদেশ প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ১০৩ রানের সুবাদে ছক্কা উইকেট হারিয়ে তুলেছিল ৩০১। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ছক্কা উইকেট হারিয়ে থেমে গেইল ২৮৩ রানে। বাংলাদেশ জিতল ১৮ রানে। মাশরাফি বিন মুর্তাজার দল একইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।


     এই বিভাগের আরো খবর