,

ইমাম বাওয়ানী চা বাগান মালিকের ইন্তেকালে আবুল খায়েরের শোক

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগানের মালিক বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আব্দুল মুমিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না—–রাজিউন। গত শনিবার রাত ৭টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। গত রবিবার বাদ ফজর ঢাকার কাদেরীয়া স্টেইটে প্রথম জানাযা, বাদ জোহর লালমাটিয়ার এফ ব্লকে তার নিজের প্রতিষ্টিত মাদ্রাসা মাঠে ২য় জানাযা এবং বাদ আছর কমিল্লার চৌদ্ধগ্রামে ৩য় জানাযা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মরহুম আব্দুল মুমিন চৌধুরী বহু শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। একজন ধর্মপ্রাণ ব্যক্তি হিসাবে অনেক ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইমাম-বাওয়ানী চা বাগানের আইন উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল খায়ের। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, মুমিন চৌধুরী শুধু শিল্প প্রতিষ্ঠানের মালিকই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সেবক। ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা এবং পৃষ্টপোষক ছিলেন। চা শিল্পেরও তিনি একজন সফল উদ্যোক্তা ছিলেন। তার মৃত্যুতে সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে।


     এই বিভাগের আরো খবর