,

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৬৮ মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদ উল আযহা উপলে হবিগঞ্জ পৌর এলাকার ৬৮ মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার বেলা ১১ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ‘সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠান’ এর মাধ্যমে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেন আমি পৌরসভার দায়িত্ব পাওয়ার পর হতেই প্রতি রমজান মাসে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার আয়োজনের নিয়ম চালু করি। তার পর বছরে দুটি ঈদে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের নিয়ম চালু করি। এ সকল কর্মকান্ড চালু করতে আমার পরিষদের সদস্যবৃন্দও স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা করেন। মেয়র বলেন অন্যরা যখন আমার ভাল কাজগুলো অনুসরনের চেষ্টা করেন তখন আমিও আনন্দিত ও উৎসাহিত হই। তিনি বলেন আমি আশাকরি খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান প্রদর্শনের এ রেওয়াজ ভবিষ্যতেও চালু থাকবে। হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খতিবদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, ইমামদের মধ্যে মাওলানা সৈয়দ আজহার ও মুয়াজ্জিনদের মধ্যে মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন মাওঃ আবুল বাশার। বক্তারা পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ দিয়ে মেয়র ও পৌর পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় পৌর এলাকার ৬৮ মসজিদের ৬ জন খতিব, ৬৮ জন ইমাম ও ৫২ জন ইমামকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সম্মানী ভাতা প্রদান করা হয়। খতিব ও ইমামদেরকে ২ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদেরকে ১ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর