,

শ্রীমঙ্গলে ব্রীজ ভেঙ্গে পাচারের চেষ্টা ট্রাক ভর্তি বালুসহ দুই চালক আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিন দুপুরে সরকারী পরিত্যাক্ত ব্রীজ ভেঙ্গে পাচারের ঘটনায় পুলিশ দুই ট্রাক ভর্তি বালু, পাথর, কক্রিট, ইটসহ দুই চালককে আটক করেছে। ধৃত দুই চালক উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামের বিল্লাল মিয়া (৩০) ও আশিদ্রোন ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের মো. মোহসিন মিয়া (২২) বলে জানা গেছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে উপজেলার সাতগাঁও বাজার আমরাইল সড়কে রেললাইন সংলগ্ন গান্ধিরপুল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত দুই দিন থেকে একদল শ্রমিক হেমার ও ভারি সরঞ্জামাদি দিয়ে ব্রীজটি ভাঙ্গার কাজ করছিল। ব্রীজটি বিগত ১৫-১৬ বছর আগেই পরিত্যক্ত হয়ে পড়ে। এলাকার লোকজন এতদিন বিকল্প পথে চলাফেরা করছিল। স্থানীয়রা শ্রমিকদের ব্রীজ ভাঙ্গার কাজ দেখে তাদের সরকারী শ্রমিক মনে করে প্রথমে বাঁধা দেয়নি। সোমবার সকালে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ভুনবীর ইউনিয়নের ঐ গ্রামের কবির মোল্লা ও নুহেল মেম্বারের লোকজন ব্রীজ ভাঙ্গার কাজ করছে। খবর পেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। পরে ইউএনও’র নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশের এএসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে ২টি ট্রাক ভর্তি ব্রীজ ভাঙ্গার মালামালসহ ২ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।


     এই বিভাগের আরো খবর