,

দায়িত্বে কোন রকম অবহেলা না করে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে -এমপি আব্দুল মজিদ খান

নিজস্ব প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোঃ আব্দুল মজিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন বর্তমান সরকার ডাক্তার, নার্স ও কর্মচারীদের থাকার জন্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং উপজেলা হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করেছে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে আধুনিক ভবন নির্মাণ করেছে। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার সব ধরনের সহায়তা প্রদান করছে। আপনারা যারা ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্বে আছেন, তাদের দায়িত্বে কোন রকম অবহেলা করা যাবে না। দায়িত্বে কোন রকম অবহেলা না করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় সরকারী বেতন ভাতা নিবেন, অথচ তাদের সেবা দিবেন না তা হতে পারে না। সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কোন সিদ্ধান্ত মুখে নয়, কাজে বাস্তবায়ন করতে হবে। আরও বক্তব্য রাখেন টিএইচও আব্দুল হাদী মোঃ শাহপরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার খানম অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, মা-মনির পিআরএস শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজল চ্যাটার্জি, মোন্তাকিন বিশ্বাস প্রমুখ।


     এই বিভাগের আরো খবর