,

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের সফলতা নিয়ে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি ॥ নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, একটি বাড়ী একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ ও শিক্ষা সহায়তা কর্মসূচীর মতো শেখ হাসিনার নেয়া অন্তত দশটি বিশেষ উদ্যোগের সুফল এবং দেশ-জনগনের উন্নয়নে বর্তমান সরকারের ভবিষ্যত কর্মসূচীগুলো শহর-গ্রামাঞ্চলের সর্বত্র ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে বুধবার দুপুরে
হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলাধীন কুরশা খাগাউড়া মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস্থ ব্র্যাক স্কুলে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মহিলা ও শিক্ষার্থী সমাবেশ। জেলা তথ্য অফিসের আয়োজনে শিক্ষক সুর্কণ দাশের সঞ্চালনায় ও সংশ্লিস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, দৈনিক দেশ জমিন সম্পাদক আলমগীর খান ছাদেক। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ব্র্যাক ম্যানেজার ফারহানা ইয়াসমিন, সিকান্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ প্রমুখ। শত শত মহিলা ও শিক্ষাথীর উপস্থিতিতে সমাবেশে বক্তারা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় বাংলাদেশ যেমন তথ্য প্রযুক্তি নির্ভর একটি রাষ্ট্রে পরিনত হচ্ছে, তেমনি একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ গড়ায় গৃহিত নানান কর্মসূচী, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুত, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও বাল্য বিয়ে ইভ টিজিং সহ সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে অসামান্য অবদান এবং বিশ্ব স্বীকৃতি পেয়ে এখন উন্নয়নশীল রাস্ট্রে পরিনত হওয়ায় সকল কৃতিত্বের দাবীদার এই আওয়ামীলীগ সরকার এটাই জনগণকে মনে করিয়ে দেন। সেই সাথে প্রতি নারী-পুরুষ তাদের স্ব স্ব মেধা ও প্রজ্ঞার সংমিশ্রনে উন্নয়ন বিচেনায় আসছে আগামী নির্বাচনে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীদেরকে ভোট দেয়ারও আহবান জানান বক্তারা।


     এই বিভাগের আরো খবর