,

আগাম রোজা ও ঈদ পালনের বিরুদ্ধে চুনারুঘাট সদরে প্রতিবাদ সভা

সংবাদদাতা ॥ মির্জাখীল ও ছাদরার আগাম রোজা ও ঈদ পালনের প্রতিবাদে চুনারুঘাট পৌর শহরের পীরের বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে মির্জাখীল ও ছাদরার আগাম ঈদ ও রোজা পালনকারীদের অপপ্রচারের বিরুদ্ধে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওঃ মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাখীল ভন্ডদের বিরুদ্ধে আন্দোলনের রূপকার আল্লামা খাজা আজিজুল বারী মুজাদ্দেদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওঃ ওবায়দুল হক, মাওঃ মোশাহিদুল ইসলাম, হাফিজ তাফাজ্জুল হক, মুফতি আব্দুল মমিন, সেলিম চৌধুরী, মোঃ ইকবাল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। আল্লামা আজিজুল বারী বলেন, মির্জাখীলিদের ধর্ম মতে পূর্বাঞ্চলে রুইয়াতে মাজাজী তা কোরআন সুন্নাহ্ মোতাবেক নয়। রুইয়াতে হাকিকী ও মাজাজী যেভাবে পূর্বাঞ্চলের জন্য তেমনি পূর্বাঞ্চলের জন্যও রুইয়াতে হাকিকী ও মাজাজী। মির্জাখীলিদের অভিমত অনুযায়ী পূর্বাঞ্চলের বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য রুইয়াতে মাজাজীর পক্ষে অভিমত ব্যক্ত করায় ড. শমসের আলীসহ আগাম ঈদ পালনকারী অহমীগণ মুসলমানদের দলভূক্ত নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। রাষ্ট এবং ধর্ম বিদ্ধেষী মুসলিমদের বিভক্তকারী দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সকল মুসলমান ও রাষ্ট্রীয় বাহিনীর প্রতি আহ্বান জানান। এদিকে চট্টগ্রাম, চাঁদপুর ও সিলেটের এক স্থানে মির্জাখীলিদের অনুসারীগংদের আগাম ঈদ আয়োজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।


     এই বিভাগের আরো খবর