,

হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ঘুষাইপুর এলাকার হান্নান স্টোরকে ১ হাজার টাকা, অসাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার তৈরির অপরাধে আরকে মিশন রোডের ফুড প্যালেসকে ৫ হাজার টাকা, মেয়াদ ও মূল্য বিহীন পণ্য বিক্রির অপরাধে ১ টু ৯৯ শপকে ৫ হাজার টাকা, নির্ধারিত মূল্যের অধিক মূল্য রাখায় ট্রিটকর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই নুরুল হকের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর