,

জগন্নাথপুরের দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ

সংবাদদাতা ॥ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালনে গাফিলতির কারণে পাঠদান বিঘিœত হওয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১১৬নং দোস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হ্যাপী বণিক, সহকারি শিক্ষক নীল কান্ত দাস, বিজয় চন্দ্র দাস, অনিতা বালা নাথ ও শিবলী রাণী দাস সহ ৫ জন শিক্ষক রয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সোয়া ৪ টা পর্যন্ত স্কুল খোলা থাকার কথা থাকলেও এখানে তা মানা হচ্ছে না। গত ১৯ আগষ্ট রোববার বেলা ২ টা ২০ মিনিটের সময় সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি বন্ধ রয়েছে। এ সময় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, এ বিদ্যালয়ে সরকারি কোন নির্দেশনা মানা হয় না। প্রায় প্রতিদিন সকাল সাড়ে ১০ টার আগে স্কুলে কোন শিক্ষক আসেন না। বিকেল ২ থেকে ৩ টার মধ্যে ছুটি হয়ে যায়। ৫ জন শিক্ষক এক সাথে কোন দিন স্কুলে আসেননি। গড়ে ২ থেকে ৩ জন শিক্ষক আসেন। শিক্ষকরা তাদের মনগড়া ভাবে মিলেমিশে ছুটি কাটান। শিক্ষকদের এসব অনিয়মের কারণে এ বিদ্যালয়ে পাঠদান বিঘিœত হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে জানতে চাইলে উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ জামাল মিয়া তালুকদার বলেন, বিষয়টির খোঁজ-খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর