,

বাহুবলের চকহায়দর কানাইলাল আখড়ায় পারমার্থিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের চকহায়দরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ায় পারমার্থিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় কানাই লালের ঝুলন যাত্রা উপলক্ষে ‘অনন্ত ফোরাম’ পরিচালিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আখড়া’র অধ্যক্ষ শ্রী অনন্ত দাস মোহান্ত। পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বাহুবল মডেল প্রেসক্লাবের কার্য নিবাহী সদস্য পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হরিপদ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নুর, সিনিয়র সহ সভাপতি অভিজিৎ ভট্টাচার্য্য, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, শচী অঙ্গন ধামের সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নীরু, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক প্রণয় চন্দ্র পাল, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী। বক্তব্য রাখেন শিক্ষক করুণা রঞ্জন পাল, দয়াময় সূত্রধর, ইউপি সদস্য বিকাশ চন্দ্র দাশ, হিমাদ্রী দাশ ও অনন্ত ফোরামের পরিচালক শ্রী হরিধন দাস বৈষ্ণব। পরে ৪টি বিভাগে গীতা শোক আবৃত্তি, গীতা শোক লিখিত, কবিতা আবৃত্তি, কুইজ ও ভজন সংগীত বিষয়ে বিজয়ী প্রায় ৬০ জন প্রতিযোগীর মাঝে ক্রেষ্ট, সনদ, বই ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর