,

চুনারুঘাটে হরিণমারা ফরেষ্ট ক্যাম্প ইনচার্জ ইলিয়াছের বিরুদ্ধে নানান অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গা রেঞ্জের কালেঙ্গা বন বিটের হরিণমারা ফরেষ্ট ক্যাম্প ইনচার্জ ইলিয়াছের বিরুদ্ধে বনাঞ্চলের গাছপাচারে জড়িত সহ নানান অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিণমারা ক্যাম্প ইনচার্জ ইলিয়াছ আলী হরিণমারা ক্যাম্পে যোগদানের পর থেকে দীর্ঘদিন যাবত বনাঞ্চলের মূল্যবান গাছপাচার হচ্ছে এবং পাচারকারীদের সাথে তার যোগসাজশ রয়েছে। বনাঞ্চলে তিনি দিনে ও রাতে কোন ডিউটি করেন না। অফিসে বসে গল্পগুজব ও আড্ডা দিয়ে সময় কাঁটান। সামাজিক বনায়নের নতুন ও পুরাতন বাগানেও কোন দেখবাল করেননি। ক্যাম্প ইনচার্জ ইলিয়াছ আলী আশপাশের লোকদের সাথে ক্ষমতার দাপট দেখিয়ে দুর্ব্যবহার করেন। তার আচরণে অনেকেই অতিষ্ঠ ক্ষুব্ধ। এদিকে ঈদুল আযহার আগের দিন রাতে হরিণমারা ক্যাম্পের পশ্চিমে ডিউটি ঘরের পূর্বে বারটিলা নামক স্থান থেকে মূল্যবান ১টি কড়ই গাছ ক্যাম্প ইনচার্জ ইলিয়াছের যোগসাজশে পাচারকারীরা বনাঞ্চল থেকে গাছটি কেঁটে পাচার করে নিয়ে যায়। তার যোগসাজশের কারণে বনাঞ্চলের গাছ এভাবে পাচার হলে হরিণমারা বনাঞ্চল অচিরেই বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ ইলিয়াছ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি ও তাকে অপসারণের দাবি জানান এলাকার সচেতন মহল। এ ব্যাপারে কালেঙ্গা বিটের বিট অফিসারের সাথে আলাপ করলে তিনি জানান, কিছুদিন পূর্বে একটি সমস্যা হয়েছিল। তা আমি সমাধান করেছি। গাছপাচারের বিষয়টি আমি দেখব। তদন্ত চলছে।


     এই বিভাগের আরো খবর