,

বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালায় এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের জন্য বহু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি তাঁর স্বল্পকালীন শাসনামলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনমানসে ইসলামী মূল্যবোধ প্রচারে যে অসামান্য অবদান রেখে গেছেন, সমকালীন মুসলিম বিশ্বে এই দৃষ্টান্ত বিরল। যেমন ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, বাংলাদেশ সিরাত মজলিস প্রতিষ্ঠা, জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন, বেতার ও টিভিতে কোরআন তিলাওয়াত প্রচার, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সরকারি জায়গা বরাদ্দ, মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন, কাকরাইল মসজিদ সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ, হজ পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা, হাজিদের জন্য ‘হিজবুল বাহার’ নামক জাহাজ ক্রয়, পবিত্র শবেকদর, শবেবরাত উপলক্ষে ছুটি ঘোষণা, মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধকরণ, রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধকরণ, রাশিয়ায় প্রথম তাবলিগ জামাত প্রেরণের ব্যবস্থা, আরব-ইসরায়েল যুদ্ধে আরব বিশ্বের পক্ষ সমর্থন ও সাহায্য পাঠানো, বাধার পাহাড় ডিঙিয়ে ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগদান, মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে বঙ্গবন্ধু ইসলাম ও মুসলমানদের কল্যাণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছিলেন। গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে দার”ল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম ও পাঠ্য পুস্তক পর্যালোচনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওঃ শাহ মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খান, মাওঃ অধ্যাপক শোয়েব আহমেদ চৌধুরী, মাওঃ আব্দুল মজিদ, মাওঃ শফিকুর রহমান, মাওঃ গোলাম মস্তোফা, মাওঃ এম এ জলিল, মাওঃ আবু সালেহ, মাওঃ আমিনুল হক, শিক্ষক আব্দুল করিম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর