,

ইনাতগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে ভয়ভীতির অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামে ধর্ষনের চেষ্ঠা ও হত্যার উদ্দ্যোশে মারপিটের অভিযোগে থানায় মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী। মামলা সূত্রে জানা যায়, ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামে মৃত রজব আলীর ছেলে উজ্জল মিয়াগং গত ৯ আগষ্ট রাত দেড়টার সময় একই গ্রামের দিন মজুর আবুল হোসেন এর বসত ঘরের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার মেয়ে (১৫) কে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্ঠা করে। এ সময় মেয়ের শোর চিৎকারে তিনি অন্য কক্ষ থেকে এসে উজ্জল মিয়াকে দেখতে পেয়ে আটক করার চেষ্ঠা করেন। এ সময় উজ্জল তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয় ইউপি সদস্য সজলু মিয়ার কাছে ঘটনার বিবরণ বললে তিনি বিবাদী ইলাশ মিয়ার দোকানে যেথে বলেন। সেখানে ইউপি সদস্য সজলু মিয়া কাছে বিস্তারিত বর্ণনা করলে ইলাশ উদ্দিন গংরা উত্তেজিত হয়ে আবুল হোসেনের মাথায় দা দিয়ে আঘাত করে। পরে তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে আবুল হোসেন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্য়াতন আইনে মামলা দায়ের করেন। ৩ সপ্তাহ অতিবাহিত হলেও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। আবুল হোসেনের অভিযোগ আসামীরা বিভিন্ন রকম ভয় ভীত প্রদর্শন করছে। তিনি ন্যায় বিচার পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। এ বিষয়ে মামলার আইও এস.আই ইমরান আহমদ জানান আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে আসামীদের খোঁজে পাওয়া যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর