,

বানিয়াচংয়ে ১৮৪টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কান্দিপাড়া ও দিঘলবাগ গ্রামের ১৮৪টি পরিবারকে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে সুইচ টিপে বিদ্যুত সংযোগ প্রদানের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান। এ উপলক্ষে কান্দিপাড়া মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপেশ চন্দ্র দাশের সভাপতিত্বে ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরেশ দাস বলাই এবং সুশংকর দাসের যৌথ পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, পল্লীবিদ্যুত সমিতির পরিচালক শেখ আজিজুল হক বানিয়াচং পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোহাম্মদ আবু জাফর। বক্তৃতা করেন পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, আইডিয়াল কলেজের প্রভাষক অরূপ কুমার দাস রিংকু, সাতগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক রানা লাল দাস, শচীন্দ্র কলেজের প্রভাষক বিদুর দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর হোসেন, বিশিষ্ট মুরুব্বী সমিরন দাস, কেতকী রঞ্জন দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ দাস, লক্ষীকান্ত দাস, বসন্ত দাস, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, তাহির মিয়া, গোপাল চন্দ্র দাস মেম্বার, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল হক আখঞ্জী, পুকড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলা উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা কাজী আমিন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোফাচ্ছল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মোঃ রজব আলী। গীতাপাঠ করেন জগত বিন্দু দাস। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন- দিগলবাক ও কান্দিপাড়া আমার নিজের এলাকা। এই এলাকার উন্নয়ন করা মানে আমার বাড়ির উন্নয়ন করা। শুধু আমাদের এলাকা নয়, আমি নির্বাচিত হওয়ার পর বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন করেছি। দেশের উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র মতায় আনতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। নিয়মিত বিদ্যু বিল পরিশোধ করতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রানিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে। তিনি আরো বলেন-উন্নয়ন যদি পেতে চান তাহলে নৌকায় ভোট দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমরা উন্নয়ন পেতাম না । সকল উন্নয়নের মূল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। শেখ হাসিনার আমলে এমপি হতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করি।


     এই বিভাগের আরো খবর