,

চুনারুঘাটে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সোমবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাত ৩টায় ওসি কেএম আজমিরুজ্জামনের নির্দেশনায় এসআই সজিব দেব রায়, সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাত ৩টায় শাকির মোহাম্মদ পাইকুড়া চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো গ- ১১-০০৭০  প্রাইভেটকারসহ ২ জনকে ১০পিছ ইয়াবা সহ গ্রেফতার করেন। চুনয়রুঘাট চন্দনার মৃত আব্দুল গফুরের পুত্র মিজানুর রহমান সুমনের সহযোগী  চুনারুঘাট মুগড়াপাড়ার আজিজুর রহমানের পুত্র  এখলাছ মিয়া (২৩) ও  সুনামগঞ্জ জেলার  ছাতক উপজেলার চেচান বাজার মরম আলীর পুত্র ইসলাম উদ্দিন (৩০) আটক মাদক ব্যবসায়ীরা জানায় তারা সুমনের বাড়িতে মাদক রেখে বিবাড়ীয়ায় সাফলই দেয়। চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, এবার হবে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে বিচারের আওতায় আনা হবে। চুনারুঘাট উপজেলার সব মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া হবে,  মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।  আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গোপনে একটি তালিকা তৈরি করেছি। সেই অনুযায়ী  অভিযান চলছে। এই তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা হবে। কোনোভাবে ছাড় দেওয়া হবে না। চুনারুঘাট উপজেলায় কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। মাদক নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছি  শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকার মধ্যে লিটন ছিল অন্যতম। প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনা হবে।  এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের এই ভয়াবহতা থেকে আমরা সকল প্রকার অভিযান অব্যাহত রয়েছে।  আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর