,

লাখাইয়ে জমি সংক্রান্ত বিষয়ে জের ধরে সংঘর্ষে আহত ১৫

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার করাব গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহত ৮জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১০টায় এ সংঘষে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ওই গ্রামের সুদর্শন দেবর সাথে একই গ্রামের
জিতেন্দ্র দেবর জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে পল্লী চিকিৎসক সুদর্শন দেব কদমতলি থেকে তার ফার্মেসী বন্ধ করে বাড়ি যাওয় সময় মাজার নামক স্থানে পৌছামাত্র প্রতিপক্ষের লোক জন থাকে মারপিট করে। খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উবয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল দেব(৩০), রঞ্জিত দেব (৩৪), অসিম দেব (২৮), দিজেন্দ্র দেব (৫০), জিতেন্দ্র দেব (৬০), শৈলেন দেব (৫৫), সায়েদ মিয়া ও আহত সুদর্শন দেবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জমিসংক্রাত বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষে ঘটনা ঘটে।


     এই বিভাগের আরো খবর