,

হবিগঞ্জে জাতীয় নবজাতকের স্বাস্থ্য কর্মসুচীর র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিনিধি ॥ ‘প্রতিটি নবজাতকের বাচার অধিকার, প্রধান মন্ত্রীর অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় নবজাতকের স্বাস্থ্য কর্মসুচীর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়। এতে সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, হাসপাতাল তত্ত্বধায়ক ডাঃ রতিন্দ্র চন্দ্র রায়, মেডিকেল অফিসার সিএস ডাঃ মখলিছুর রহমান উজ্জল, কনসালটেন্ট শিশু ডাঃ আশরাফুল ইসলাম, ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন এর ডাঃ ফাহিম, সেইভ দ্যা চিলড্রেন এর আমিরুল ইসলাম মামুন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষাবিদ কলিম উল্লাহ শিকদার এবং পরিচালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিখিল রঞ্জন শর্মা। বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জন করেছে, এখন আমাদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জন করতে হবে। তাই ভবিষ্যত প্রজন্মের জন্য সুস্থ্য ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে হলে আমাদেরকে একাগ্রমনোচিত্তে ক্জা করতে হবে।


     এই বিভাগের আরো খবর