,

আইনজীবি ও সাংবাদিককে হত্যার চেষ্টাকারীদের শাস্তি দাবি ইপিবিএ’র

সংবাদদাতা: ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘ইপিবিএ’র কেন্দ্রীয় সহ-সমাজ সেবা সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখনজীর বড় ভাই হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপস ও এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস.এম সুরুজ আলীকে পিকআপ ভ্যান দিয়ে হত্যার চেষ্টায় ফান্সের প্যারিসে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার বিকালে প্লাস দুফেত এলাকায় একটি রেস্টুরেন্টে ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক আবু তাহিরের পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব খান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অলি, সহ-কোষাধ্যক্ষ অজয় দাস, কর্মসংস্থান সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সমাজ সেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজী, ফান্স শাখার সহ-সাধারণ সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদিকা সোমা দাস, আইন সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তার বলেন, এডঃ মাসুদ করিম আখন্জীকে পিকআপ ভ্যান দিয়ে হত্যার চেষ্টা নিন্দনীয়। ইপিবিএ এ ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। বক্তারা জুয়েল মিয়া ও মাদক ব্যবসায়ী খায়রুল ইসলাম হিরো ওরফে আবুল খায়ের হিরোকে গ্রেফতারের কঠিন শাস্তির দাবি জানান।


     এই বিভাগের আরো খবর