,

নবীগঞ্জের বড় শাখোয়া প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রম মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভাল রাখতে হলে সর্বাগ্রে স্বাস্থ্য সচেতনতা অপরিহার্য। সেই লক্ষ্যে বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইনোভেশন “আমার স্বাস্থ্য, আমার সম্পদ”। এই কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ, বিভিন্ন ঔষধ কোম্পানীর সহযোগীতায় ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ দেয়া হয়। সকাল সাড়ে ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিধু ভ‚ষন দাশের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রঞ্জিত চৌধুরী পিকলু, ইউপি সদস্য বদরুজ্জামান, এসএমসির সদস্য শিক্ষক বদরুজ্জামান, শিক্ষক মাওঃ আতিকুর রহমান, পিটিএ কমিটির সহ-সভাপতি ডাঃ কিরণ সূত্রধর, ৯৫ ব্যাচের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সদস্য সাজিদুর রহমান। শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দান করেন জহুরুল ইসলাম, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ জাবেদ আহমেদ, মৌলভীবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সায়মা মুজাহিদ লিজা, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন। বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃ কিরণ সূত্রধর, শিক্ষক সুকেশ চন্দ্রশীল, অজন্তা বণিক, লাভলী রানী দাশ, অর্পনা সরকার, রাশেদা বেগম ও অফিস সহায়ক দীপক পাল প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ৩৩০ জন্য শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। উল্লেখ, এ ধরণের ব্যতিক্রম মেডিকেল ক্যাম্প শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এ জন্য সবাই বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


     এই বিভাগের আরো খবর