,

ইমাম হোসেন মহরম আশুরা কারবালা একই সূত্রে গাঁথা

শায়েস্তাগঞ্জ স্টেশন মসজিদে জুমার খুৎবায় সিরাজুল ইসলাম আলকাদরী

স্টাফ রিপোর্টার ” শায়েস্তাগঞ্জ রেল স্টেশন জামে মসজিদে জুমার খুৎবায় খতিব ও সিরাজনগর মাদ্রাসার ভাইস প্রেন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম আলক্বাদরী বলেছেন-মহরম মাসের ইতিহাস পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে জড়িত। হযরত শীষ (আ) থেকে শুরু করে, নুহু (আ), ঈসা (আ), মূসা (আ), ইব্রাহিম (আ), ইসমাইল (আ) এভাবে প্রত্যেক নবী রাসুল এর সাথে মহরম মাসের সম্পর্ক। মহরম মাসের ১০ তারিখে ক্বিয়ামত অনুষ্টিত হবে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগ থেকেও মহরম মাসের সম্মান ও গুরুত্ব ছিল কাছে সর্বাধিক। রাসুল(সা) নিজের পবিত্র জবানীতে আশুরা শব্দটি ব্যবহার করেছেন। ইতিহাস ঐতিহ্যের সাথে মহরম মাসের যোগসূত্র থাকলেও মহরম মাসটি ইসলামে প্রাতিষ্ঠানিক অবিচ্ছেদ্ধ অংশ হয়েছে কারবালা প্রান্তর থেকে। রাসুল (সা) এর বংশের সোনার টুকরাদের যেভাবে কারবালার প্রান্তরে তীলে তীলে নির্যাতন করে হত্যা করা হয়েছে ইসলামের ইতিহাসে এমন নৃশংসতা ইতিপুর্বে হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি বলেন-মহরম মাস আসলে ইমাম হোসেন (রা), ইমাম হাসান (রা) এর কথা স্মরণ হয়। মহরম মাস আসলে কারবালার কথা স্মরণ হয়, মহরম মাস আসলে আশুরার কথা স্মরণ হয়। একটি আরেকটির সাথে একই সূত্রে গাথা। মহরম মাসের সকল ঐতিহ্যের, ঐতিহাসিক গুরুত্বের, ইসলামী রেসালতের ধারক বাহকে পরিনত হয়েছে কারবালার বিয়গান্তক ঘটনা। মাওলানা সিরাজুল ইসলাম আলক্বাদরী বলেন-রাসুল(সা) নিজে মহরম মাসে রোজা রেখেছেন। ইহুদিরা মহরম মাসের ১০ তারিখ রোজা রাখে। রাসুল (সা) ইহুদিদের থেকে কিছুটা আলাদা করার জন্য মহরম মাসের ১০ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখার কথা বলেছেন। মহরম মাসের ২টি রোজা বিগত ১ বছরের গোনাহ মাপের ওসিলা হয়ে যায়। রমজান মাসের পরেই মহরম মাসের গুরুত্ব। তিনি মহরম মাসে বেশি বেশি আমল করার জন্য মুসল্লীদের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর