,

বাহুবলে ১৬ দিন যাবৎ মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বাহুবল প্রতিনিধি :: বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্র ১৬ দিন যাবৎ নিখোজ রয়েছে। তাকে খোঁজে পাবার আশায় পাগল বেসে বিভিন্ন আতœীয় স্বজনের বাড়িতে খোঁজা খোঁজি অব্যাহত রেখেছেন তার পিতা। জানা যায়, উপজেলার স্বস্থিপুর গ্রামের মাওঃ নাসির উদ্দিনের পূত্র সাঈদ আহমদ (১৪) গত ২৩ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলার বৌলাশি গ্রামে তার এক আতœীয়র বাড়িতে দাওয়াত খেয়ে বিকাল বেলা তার শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল উপজেলার আশিদূন জমিউল উলুম হাফিজিয়া মাদ্রাসায় যাবার পথে নিখোঁজ হয়ে যায়। সাঈদ ওই মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্র। রাতে মাদ্রাসায় ফিরে যায়নি খবর পেয়ে তার বাবা মাওঃ নাসির উদ্দিন তার সকল আতœীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজা খোঁজি করে ছেলের কোনো সন্ধান  না পেয়ে তার ছেলেকে ফিরে পাবার আকুতি জানিয়ে গত ১০ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি জিডি এন্ট্রি করেন (জিডি নং ২২২)। সাঈদ বেঁচে আছে না কোনো চক্র তাকে অপহরণ করে মেরে ফেলেছে তা ভেবে কাতর হয়ে পড়েছে সাঈদ আহমদের পরিবার।  ছেলে বেঁচে আছে, তাকে খোঁজে পাওয়া যাবে, এ আশা বুকে দেশের বিভিন্ন জাগায় সন্ধান করা অব্যাহত রেখেছেন সাঈদ আহমদের পিতা মাওঃ নাসির উদ্দিন। তারপরও কোথাও ছেলের কোনো সন্ধান না পেয়ে প্রতিবারই শূন্য হাতে বাড়ি ফিরছেন তিনি। নিখোঁজ ছেলেকে ফিরে পাবার জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও সমাজের সকলের সহযোগীতা চেয়েছেন সাঈদ আহমদের পিতা মাওঃ নাসির উদ্দিন।


     এই বিভাগের আরো খবর