,

ঢাকা-সিলেট মহাসড়কে ডুবাঐ বাজারে ট্রাক ও এনা বাসের সংঘর্ষে মহিলাসহ আহত ৫

জুয়েল চৌধুরী :: ঢাকা-সিলেট মহাসড়কে ডুবাঐ বাজারে ট্রাক ও এনা বাসের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হলেও অল্পের জন্য বেচে গেছে অর্ধ শতাধিক যাত্রী। গতকাল শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাকের সাথে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী এনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি ২টি ধুমড়ে মুছড়ে যায। খবর পেয়ে সাথে সাথে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে গাড়ির নীচ থেকে মহিলাসহ ৫ জন যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায। বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদেহ জেলা সদরের ঝিলপাড় গ্রামের আব্দুল কাদিরের পুত্র ট্রাক চালক কালন মিয়া (২৫) ও একই গ্রামের হৃদয় আহমেদ (১৮) ও লাইলী আক্তার (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রী কালন জানায়, ঘন ঘন বৃষ্টির কারণে সে ধীরে গতিতে ট্রাক চালিয়ে আসছিল। বিপরীত দিক থেকে আসা  দ্রæতগামী একটি এনা বাস তাদেরকে ট্রাককে চাপা দেয়। এনা গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর