,

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সময় ডেস্ক :: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সুমনা আক্তার লিলি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠে ব্যারিস্টার মইনুল ইসলামের বিরুদ্ধে। এরপর তার নামে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এর মধ্যে রংপুরের একটি মানহানির মামলায় গত মঙ্গলবার দুপুরে ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বিচারক। এর আগে ২২শে অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।


     এই বিভাগের আরো খবর