,

মইনুলের সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার আহ্বান তারানার

সময় ডেস্ক :: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, কোনো কিছু হলেই নারীকে নিয়ে কটূক্তি ও তার চরিত্র হরণ করা হয়। কিন্তু নারীকে দমিয়ে রাখার সময় এখন আর নেই। সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে ব্যারিস্টার মইনুল হোসেন সমগ্র সাংবাদিক সমাজকে অপমান করেছেন। তাই এ ঘটনার প্রতিবাদে ব্যারিস্টার মইনুলের খবর সংগ্রহ করা বিরত থাকতে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংবাদিকদের এক দিনের কলম বিরতি পালনেরও আহ্বান জানান তারানা হালিম। গত বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যারিস্টার মইনুল হোসেনের বিচারের দাবিতে যুব মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার মইনুল হোসেনের বক্তব্য ঐক্য ফ্রন্টের কি-না তা জানতে চান। ঐক্যফ্রন্টের না হলে তাদের এ ব্যাপারে অবস্থান পরিস্কার করে বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানান। অন্যথায় ঐক্যফ্রন্ট নেতাদের যেখানেই পাওয়া যাবে নারীরা তাদের সেখানেই প্রতিহত করবে বলেও তিনি হুঁশিয়ার করেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক পারভিন মিশু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা প্রমুখ।


     এই বিভাগের আরো খবর