,

চুনারুঘাটে আবু তাহেরের উদ্যোগে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এড. আবুল খায়ের বলেছেন, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল; তখন দেশকে তারা দুর্ভিক্ষে পরিণত করেছিল। সারের জন্য আন্দোলন করে প্রাণ দিতে হয়েছে কৃষককে। চিকিৎসা অবহেলায় মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। লুটপাটের কারণে বিদ্যুতের বারোটা বেজেছিল। গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালচান্দ চা বাগানের ম্যানেজার মোশাররফ হোসেন, দেউন্দি চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক রিয়াজ আহমেদ, চুনারুঘাট উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী, চা শ্রমিক নেতা সাগর গৌরী প্রমুখ। লালচান্দ চা বাগানের শ্রমিক সুনিতা বাউড়ি বলেন, তার তিন সন্তানের কেউই হাইস্কুলে যেতে পারেনি এলাকায় কোনও স্কুল না থাকায়। এই স্কুলটি হওয়ায় এখন আর কেউ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। সবিতা বাউড়ি বলেন, তার মেয়ে শায়েস্তাগঞ্জ কলেজে লেখাপড়া করছে। অনেক কষ্টে তিনি তাকে লেখাপড়া করিয়েছেন। এখন বিনা খরচে সন্তানদেরকে হাইস্কুলে লেখাপড়া করানো যাবে।


     এই বিভাগের আরো খবর