,

বানিয়াচং উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লক ও সংহতি দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বানিয়াচং কামালখানীস্ত হাসান মঞ্জিলে উপজেলা বিএনপির আহŸায়ক মুজিবুল হোসাইস মারুফের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মোঃ খালেদ মিয়ার পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহŸায়ক ফরহাদ হোসেন বকুল, কৃষকদল সভাপতি ইয়াহিয়া খান, বিএনপি নেতা হারুনুর রশিদ লস্কর, জাহির হোসেন, যুবদল নেতা আমিরুল ইসলাম আখঞ্জি, কৃষকদল সেক্রেটারী জীবন আহমেদ লিটন, যুবদল নেতা মিলন খান, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আল আজাদ জাবেদ প্রমুখ। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মকলিছউর রহমান আবু, ছায়েদ ল¯কর শাহজাহান মিয়া, কৃষকদল নেতা আব্দুর রাজ্জাক আলামিন, মৎস্যজিবীদল সেক্রেটারী ইফনুছ মিয়া, বিএনপি নেতা গউছ চৌধুরী, তাঁতীদল নেতা মওদুদ আহমেদ, ছাদিক আহমেদ, কৃষকদল নেতা আরজু মিয়া, আব্দুস সালাম, রাকিব আলী মজনু, রানা শাহ রানা, আনোয়ার হোসেন, যুবদল নেতা নবী হোসেন, মিজানুর রহমান মিজান, জিয়াউর রহমান, মুতিউর রহমান, ইসমাইল, ময়না মিয়া প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জেলা ছাত্রদল নেতা আবুল বাশার সোয়েম। সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এদেেশর সিপাহী জনতা মিলে জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে বাংলাদেশের দায়িত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক তেমনি করে বর্তমানে কারান্তরীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এদেশের মুক্তিকামী জনতা মুক্ত করে বিলুপ্ত গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবেন। এছাড়াও বানিয়াচংয়ে গায়েবী মামলায় গেস্খফতারকৃত উপজেলা বিএনপি নেতা আনসার আলী, যুবদল নেতা শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা শরীফ ঠাকুর, ৬ নং কাগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, যুবদল নেতা তাজ মিয়াকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য জোর দাবী জানান।


     এই বিভাগের আরো খবর