,

সাধু বাবার মাজারে ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করলেন এমপি এড. আবু জাহির

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় ধীরেন চক্রবর্তী সাধু বাবা’র মাজারের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাজারে অনুষ্ঠিত তিরোধান উৎসব পরিদর্শনকালে তিনি দুইবারে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপে সরকার। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় কর্মকান্ড নির্বিঘেœ পালন করতে পারেন। তিনি আরো বলেন, হবিগঞ্জ হচ্ছে সা¤প্রদায়িক স¤প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষের মাঝেই রয়েছে ভ্রাতৃত্ববোধ। স¤প্রীতির এই ধারাকে অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান এবং ভবিষ্যতেও সাধু বাবার মাজারের উন্নয়ন সবধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন এমপি আবু জাহির। এছাড়াও তাৎণিক মাজারে লাইটের সমস্যা দেখে সোলার লাইট স্থাপন করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে মাজারের খাদেম মাখন মিয়া, হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম রায়, এডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাসু, বিশ্বজিৎ বণিক, সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা ইমতিয়াজ, আলেয়া জাহির কলেজের অধ্য পার্থ প্রতীম দাস ও এডভোকেট কনক জ্যোতি সেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর