,

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আজ

সময় ডেস্ক :: প্রাথমিক ও মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার একযোগে সারাদেশে শুরু হচ্ছে। এ বছর ৩০ লক্ষ ৯৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে প্রাথমিকের পরীক্ষার্থী ২৭ লক্ষ ৭৭ হাজার। সারাদেশে এই দুই পরীক্ষা হবে ৭ হাজার ৪১০টি কেন্দ্রে। বিদেশের ১২টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন তিন হাজার ২৯৪ শিশু শিক্ষার্থীও এবার পরীক্ষায় অংশ নেবে। তারা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ সৃজনশীল বা যোগ্যতাভিত্তিক প্রশ্ন চালু করা হয়েছে। শতভাগ সৃজনশীল হলেও পরীক্ষার সময় আগের মতোই আড়াই ঘণ্টা রাখা হয়েছে। নবীগঞ্জ উপজেলায় পিএসসিতে ৭ হাজার ৩ শত ৪৩ জন ও ইবতেদায়ী ৬৭১ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহন করছে।


     এই বিভাগের আরো খবর