,

আগাম জামিন পেলেন মির্জা আব্বাস ও তার স্ত্রী

সময় ডেস্ক :: রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ ও পুলিশের গাড়ি আগুন দেওয়ার ঘটনায় করা ৩ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন। এদিন আদালতে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন। গত বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পল্টন থানায় মামলা তিনটি করা হয়। পরদিন মামলা তিনটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে ন্যস্ত করা হয়। মামলা তিনটিতে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভীসহ ২০০ জনকে আসামি করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর