,

জগন্নাথপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ফেইসবুকে প্রার্থীর প্রচারণা চলছে

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের অন্যতম নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ-আসনে আবারও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে আতিক আসলাম রাজু ও মিয়া মোঃ উসমান নামের দুইজন ব্যক্তি সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুক আইডি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিশের সংসদ সদস্য প্রার্থী মাওঃ এনামুল হাসানের ঘড়ি মার্কা সম্বলিত একটি পোষ্টার প্রচার করা হচ্ছে। গত রবিবার ১৮ নভেম্বর সন্ধার পরই তাদের ফেইসবুক ওয়ালে এই প্রচারণার পোষ্টার দেখা যায়। নির্বাচন কমিশনে নির্ধারিত নমিনেশন দাখিলের তারিখ, নমিনেশন যাচাই-বাচাই, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধের তারিখের পূর্বেই খেলাফত মজলিশ নেতা সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওঃ এনামুল হাসানের ঘড়ি মার্কা প্রতীক সম্বলিত পোষ্টার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের মিয়া মোঃ ওসমান ও আতিক আসলাম রাজু ফেইসবুক থেকে প্রচারনা করেন। ফলে এলাকায় কৌতহল দেখা দেয়। ফেইসবুকে প্রার্থীর পোষ্টার সম্বলিত আগাম প্রচার প্রচারনা নির্বাচন কমিশনের আচরণ বিধির মধ্যে পরে কিনা এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলার নির্বাচন কমিশনার মুজিবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কিংবা যে কোন উপায়ে কোন প্রার্থীর প্রতীক সম্বলিত পোষ্টার ব্যানার, পেষ্টুন, ইলেকট্রনিক্স মাধ্যমে প্রচার প্রচারনা করা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয়। ফেইসবুকে প্রচারনার বিষয়টি খতিয়ে দেখা হবে।


     এই বিভাগের আরো খবর