,

নবীগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়:- নবীগঞ্জ ডিগ্রী কলেজে জাতির জনকের ভাস্কর্য স্থাপনের জন্য আবেদন।
মাননীয় নেত্রী,
আমি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের অতি নগন্য এক কর্মী, আমার এই আবেদন আপনার কাছে পৌঁছাবে কিনা জানি না। গনমাধ্যমের সাহায্য নিয়ে আপনাকে আমার দাবী জানানোর এই ক্ষুদ্র প্রয়াস।  আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত নবীগঞ্জে আমার বেড়ে উঠা।  বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখা আর নবীগঞ্জের প্রজন্ম থেকে প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশ বুঁকে লালন করার জন্য নবীগঞ্জ ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান করা হউক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হত না। তাছাড়া বিশ্ব মানবতার আলোর বাতি ঘর ও আমার প্রাণের নেত্রী আপনার সু-দৃষ্টির কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারা দেশের ন্যায় নবীগঞ্জের সর্ব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে এবং চলমান। কিন্তু দুঃখের বিষয় ডিজিটাল বাংলাদেশে বসবাস করি অতচ নবীগঞ্জ বঙ্গবন্ধুর ভাস্কর্য নেই।
অতএব,
মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার সামান্য আবেদন আমাদের নবীগঞ্জ ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য স্থাপন করেন হয়ত ভবিষ্যত প্রজন্ম বঙ্গবন্ধুর আর্দশ লালনের সুযোগ পাবে।
নিবেদক
শাকির আহমেদ
আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগ।


     এই বিভাগের আরো খবর